ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে ওঠায় টাইগারদের কোটি টাকা পুরস্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
ফাইনালে ওঠায় টাইগারদের কোটি টাকা পুরস্কার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর টাইগারদের উল্লাস

ঢাকা: শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে পুরস্কারের অর্থ আরও বাড়বে।

শনিবার (১৭ মার্চ) কলম্বোয় এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন এসময় ম্যাচের ১৯তম ওভারে ‘নো’ বল ইস্যুতে দুই দলের মধ্যকার বাতবিতণ্ডা এবং ম্যাচের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুম ভাঙচুর নিয়েও কথা বলেন।

 

‘নো’ বল ইস্যুতে মাঠের উত্তেজনা বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোডের্র সম্পর্কে ছেদ পড়বে না বলে আশ্বস্ত করেন বিসিবি প্রধান।

আর ড্রেসিংরুম ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, ‘দোষী যেই হোক না কেন শাস্তি পাবেই’।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।