ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে নতুন মিশনে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
আইপিএলে নতুন মিশনে নামছেন সাকিব আইপিএলে নতুন অধ্যায়ে নামছেন সাকিব (ডানে) / ছবি: সংগৃহীত

আইপিএলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ আইকন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সাত মৌসুম কাটানোর পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামবেন এই আইকনিক অলরাউন্ডার।

সব ঠিক থাকলে সানরাইজার্সের প্রথম ম্যাচের একাদশে থাকছেন সাকিব। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

সোমবার (৯ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। ১১তম আসরের চতুর্থ ম্যাচ এটি।

হায়দ্রাবাদেই দুই সিজন কাটানো বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমানের নতুন টিমের হয়ে শুরুটা ভালো হয়নি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভিজিটর চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

হোম ভেন্যুতে দারুণ শুরু পেতে জয় ভিন্ন কিছুই ভাবছে না সাকিবের হায়দ্রাবাদ। আন্তর্জাতিক ম্যাচে বল টেম্পারিংয়ের জেরে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পরিবর্তে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। রাজস্থান টিমে স্টিভেন স্মিথের অধিনায়কত্ব অজিঙ্কা রাহানের কাঁধে।

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।

রাজস্থান একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, বেন স্টোকস, জস বাটলার, স্টুয়ার্ট বিনি, অঙ্কিত শর্মা / কৃষ্ণপ্পা গৌতম, জোফরা আর্চার, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাত।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।