ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জোড়া উইকেটে আইপিএল শুরু সাকিবের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
জোড়া উইকেটে আইপিএল শুরু সাকিবের জোড়া উইকেটে আইপিএল শুরু সাকিবের

ঢাকা: আইপিএলের চলতি আসরের শুরুটা ভালই হলো টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানের। নতুন দল হায়েদারাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তুলে নিলেন ২ উইকেট।  

শুরুটা করেছিলেন ইনিংসের ১৪তম ওভারে রাহুল ত্রিপাথিকে দিয়ে। ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ১৭ রানে তাকে তুলে দেন মানিষ পাণ্ডের হাতে।

এর ঠিক তিন বল পরেই আবার আঘাত হানেন টাইগারদের বিশ্বসেরা এই অলরাউন্ডার।  

আর তাতেই ব্যক্তিগত ৪৯ রানে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য হন ভয়ংকর  হয়ে উঠা সানজু স্যামসন।

৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে এবারের আইপিএল মিশন শুরু করলেন সাকিব।

তাদের আক্রমণাত্মক বোলিংয়ে ৯ উইকেটে ১২৫ রানে গুটিয়ে গেছে রাজস্থান রয়্যালস।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
এইচএল/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।