ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে নাসিরকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে নাসিরকে নাসির হোসেন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নাসির হোসেনের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই অস্ত্রোপচারের বিকল্প নেই। অনতিবিলম্বেই তাকে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

নাসিরেরর বিষয়ে বিষদ জানাতে গিয়ে তিনি বলেন, ‘স্ক্যান রিপোর্টে দেখা গেছে ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে।

অপারেশন করতে হবে। তবে দেশে না বিদেশে হবে সেটা এখনও ঠিক হয়নি। ’

৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ছুটিতে থাকা নাসির নিমন্ত্রণে গিয়েছিলেন সিরাজগঞ্জে। সেখানে ফুটবল খেলার সময় হাঁটুতে চোট পান বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত হতে চাওয়া এই ব্যাটিং অলরাউন্ডার।

প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ঢাকা ফিরলে হাঁটুতে এমআরআই করাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পাঠায়। এমআরআই প্রতিবেদনে দেখা যায়, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং হাঁটুতে অস্ত্রোপচার অবশ্যকরণীয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।