ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দুস্থদের সহায়তায় মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
দুস্থদের সহায়তায় মাশরাফি দুস্থদের মধ্যে আর্থিক সহায়তা দিচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

নড়াইল: বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৩ জন দুস্থ ও অসহায়কে ৫ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল মহিষখোলা শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস হাসপাতাল চত্বরে এ টাকা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।

এসময় আরো ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকেরা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।