ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইয়ে ইংলিশ অলরাউন্ডার উইলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
চেন্নাইয়ে ইংলিশ অলরাউন্ডার উইলি ছবি: সংগৃহীত

দলকে আরও শক্তিশালী করতে এবার ইংল্যান্ডের ডেভিড উইলিকে দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। তারকা এ অলরাউন্ডারের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে আসরটির আগেই দলের নিউজিল্যান্ড পেসার মিচেল স্যান্টনার ছিটকে যান। আর প্রথম ম্যাচ খেলে চোটে পড়ে আইপিএল শেষ হয়ে যায় কেদার যাদবের।

আর তারই বদলি হিসেবে উইলিকে দলে নেওয়া হয়েছে।

ক’দিন আগেই কাগিসো রাবাদার পরিবর্তে দিল্লিতে যোগ দিয়েছেন উইলির ক্লাব ইয়র্কশায়ারের তারকা পেসার লিয়াম প্ল্যাঙ্কেট। এবার উইলিকেও হারাল তারা।

নিজের ক্যারিয়ারে উইলি এখন পর্যন্ত ১৪৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ২ হাজার ৯৭ রানের পাশে তিনি সাতটি হাফসেঞ্চুরির ও দুটি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে নিয়েছেন ১৪৩ উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।