ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদমান, সাইফের ব্যাটে বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
সাদমান, সাইফের ব্যাটে বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন দিনের খেণা শেষে মাঠ ত্যাগ করছেন দুই অপরাজিত ব্যাটসম্যান

ঢাকা: সাদমান ইসলাম ও সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএল’র ৪র্থ রাউন্ডে বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন।

প্রথম দিনের খেলায় সেঞ্চু্রি হাঁকিয়ে সাদমান ইসলাম ফিরেছেন ব্যক্তিগত ১০৭ রানে। আর সাইফ হাসান মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন (৯৪)।

দিনশেষে মাহমুদ উল্লাহ রিয়াদের সেন্ট্রাল জোনের সংগ্রহ ৩ উইকেটে ২৪৯ রান।

প্রথম দিন শেষে ব্যাট হাতে অপরাজিত আছেন মার্শাল আইয়ুব (২০) ও মাহমুদ উল্লাহ রিয়াদ (২১)।

এদিকে বল হাতে নর্থ জোনের হয়ে শরিফুল ইসলাম ২টি ও সানজামুল ইসলাম নিয়েছেন ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।