ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে কপাল খুললো সোধির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আইপিএলে কপাল খুললো সোধির ছবি: সংগৃহীত

আইপিএলে প্রথমবারের মতো সুযোগ পেলেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। আফগানিস্তানের বাঁহাতি রিস্টস্পিনার জহির খান ইনজুরিতে পড়ায় রাজস্থান রয়েলস সোধির সঙ্গে চুক্তি করেছে।

টি-টোয়েন্টির চার নাম্বার এ বোলার গত নিলামে অবিক্রিত ছিলেন। তার বেজ প্রাইজের ৫০ লাখ ভারতীয় রুপিতেই রাজস্থান তাকে দলে ভিড়িয়েছে।

জহির ছিলেন এবারের আইপিএলে মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও রশিদ খানের সঙ্গে চতুর্থ আফগান ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে দুর্দান্ত খেলা জহিরকে বেজ প্রাইজ ২০ লাখ রুপিতে নেওয়া হয়েছিল।

এদিকে সর্বশেষ বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে এক ম্যাচে মাত্র ১১ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। এছাড়া টি-২০ ক্রিকেটে তিনি ৯২ ম্যাচে ১০২টি উইকেট পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।