ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মার্শাল-রুবেলের ব্যাটে মধ্যাঞ্চলের রান উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
মার্শাল-রুবেলের ব্যাটে মধ্যাঞ্চলের রান উৎসব ছবি: সংগৃহীত

মার্শাল আইয়ুব ও মোশাররফ হোসেন রুবেলের ব্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসেএলের চতুর্থ রাউন্ডে বগুরায় রান উৎসব করেছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে মার্শাল আইয়ুবের ১৩২, মোশাররফ রুবেলের ৮৩, তানবীর হায়দারের ৪৬ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৫২৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে মধ্যাঞ্চল।

দলটির বড় সংগ্রহের আভাস পাওয়া যাচ্ছিলো প্রথম দিনই। সাদমান ইসলামের ১০৭ ও সাইফ হাসানের ৯৪ রানের ইনিংসে ৩ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ১৭৪.১ ওভার ব্যাটিং করে দলীয় ৫শ রান ছাড়িয়ে যায় মধ্যাঞ্চল।

বৃষ্টি ও আলো স্বল্পতায় সকালের সেশনে ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।

উত্তরাঞ্চলের আরিফুল হক নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও সানজামুল ইসলাম। অপর উইকেটটি নিয়েছেন ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।