ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম শ্রেণি ক্রিকেটে মুশফিকের নবম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
প্রথম শ্রেণি ক্রিকেটে মুশফিকের নবম সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথম শ্রেণি ক্রিকেটে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি উদযাপন করলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে ম্যাচের তৃতীয় দিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই তারকা ক্রিকেটার।

১৯৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। এ রিপোর্ট খেলা পর্যন্ত তিনি বরাবর ১০০ রানে অপরাজিত আছেন।

আর উত্তরাঞ্চল ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে।

বগুড়ায় মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ৫২৯ রানের জবাবে তৃতীয় দিন ব্যাট করছে উত্তরাঞ্চল। ব্যাটিংয়ে নেমে অবশ্য বিপাকে পড়ে দলটি। আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে জুনায়েদ সিদ্দিকী-ধিমান ঘোষের মতো পরিক্ষীত ব্যাটসম্যানরা।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মুশফিক। নাজমুল হোসেন শান্ত ও আরিফুল হকদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন।  

মুশফিকের ক্যারিয়ারে এটি ১০১তম প্রথম শ্রেণির ম্যাচ। এর আগে শততম ম্যাচ পর্যন্ত ৩৪.৯৭ গড়ে আটটি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।