ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

চারটি অঞ্চলে ভেন্যু ভাগ করবে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
চারটি অঞ্চলে ভেন্যু ভাগ করবে বিসিবি মিরপুর শের-ই-বাংলায় আছেন লঙ্কান গামিনি ডি সিলভা-ছবি: সংগৃহীত

দেশের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের মোট ভেন্যুগুলোকে চারটি অঞ্চলে ভাগ করা হবে। দায়িত্বে থাকবেন চার বিদেশি কিউরেটর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম সংবাদ মাধ্যমকে এতথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বিদেশি কিউরেটর নিয়ে আসছি।

এখন আমাদের একজন আছে। আগামী মাসে আরও একজন যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী চতুর্থ কিউরেটর নিয়োগ দিতে চেষ্টা করছি। যদি আমরা বাংলাদেশকে চারটি অঞ্চলে ভাগ করতে পারি, তাহলে ভেন্যুগুলোর পরিচার্যা হবে এবং আরও উন্নতরূপে পরিচালনা সম্ভব হবে। ’

উল্লেখ্য ভারতীয় কিউরেটর প্রাভীন হিনগারীকরকে নিয়োগ দিয়েছে বিসিবি। মিরপুর শের-ই-বাংলায় আছেন লঙ্কান গামিনি ডি সিলভা। আগামী মাসে যোগ দেবেন আরেক ভারতীয় কিউরেটর সঞ্জীব আগারওয়াল। এরপর নিয়োগ পাবেন চতুর্থ সেই কিউরেটর।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।