ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিকেলে মোস্তাফিজ, রাতে খেলবে সাকিবের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
বিকেলে মোস্তাফিজ, রাতে খেলবে সাকিবের হায়দ্রাবাদ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা: ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের  (আইপিএল) চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার (১৪ এপ্রিল) ভিন্ন ভিন্ন লড়াইয়ে মাঠে নামছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানস  আতিথ্য দেবে দিল্লি ডেয়ারডেভিলসকে।  
 
দিনের অপর ম্যাচ সাড়ে ৮টায় কলকাতার ইডেন গার্ডেনসে স্বাগতিক কলকাতাকে মোকাবেলা করবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।


 
আইপিএলে চলতি আসরে মুম্বাইয়ের সময়টা ভালই যাচ্ছে, টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানের। দুই ম্যাচেই থলিতে পুড়েছেন ৪ উইকেট।
 
তবে তার তুলনায় কিছুটা সাদামাটা সাকিব। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ২ উইকেট পাওয়া এই টাইগার অলরাউন্ডার মুম্বাইয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে দেখা পেয়েছেন ১ উইকেটের।  অর্থাৎ দুই ম্যাচে তার উইকেট সংখ্যা ৩। আর রান ১২।  
 
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এইচএল/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।