ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইল-ধোনিময় ম্যাচে হাসলেন গেইলরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
গেইল-ধোনিময় ম্যাচে হাসলেন গেইলরা ছবি: সংগৃহীত

ঢাকা: চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচটি শুধুই ক্রিস গেইল ও মহেন্দ্র সিং ধোনিময়। বাকি খেলোয়াড়রা দর্শক বলা চলে। তবে শেষ হাসি হাসে গেইল। কারণ সতীর্থরা হিরো হতে দেয়নি ধোনিকে।

৩৩ বলে ৬৩ রান করে গেইল। ৭ চার ও ৪ ছক্কায় এক ঝলমলে ম্যাচ খেলেন তিনি।

৭ উইকেটে ২০ ওভার শেষে ১৯৭ রান করে পাঞ্জাব। তবে ধোনির কাছে আড়াল হতে বসেছিলেন গেইল। রানে গেইলকে টপকে গেলেও ম্যাচ জেতাতে পারেননি ধোনি। চেন্নাইকে ৪ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব।
ছবি: সংগৃহীতবিশাল রান তাড়া করতে দ্রুত সময়ে ওয়াটসন ও ভিজয়াকে হারায় চেন্নাই। তবে আম্বাতি রাইডুকে সঙ্গে নিয়ে লড়াই করতে থাকেন ধোনি। একাই লড়ে গেছেন ধোনি। যোগ্য সঙ্গী পাননি তিনি। ১৯৩ রানেই সন্তুষ্ট হতে হলো চেন্নাইকে। ৪৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৯ রানে অপরাজিত ছিলেন ধোনি। ঝলমলে এক ম্যাচ খেলে পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়েন তিনি।
 
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।