ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন-ছবি: ডি এইচ বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। খেলা হচ্ছে না চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচ। দ্রুত সুস্থতার জন্য তারকা এ ক্রিকেটার দোয়া চাইলেন দেশবাসীর কাছে।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে মোবাইল কোম্পানি অপ্পোর ‘এফ সেভেন’ নামের একটি সেটের উদ্বোধনীতে এসে তাসকিন জানান, চোটের কারণে এ মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন তিনি। আর দ্রুত যেন সেরে উঠে মাঠে ফিরতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ছবি: ডি এইচ বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবর্তমানে পুনর্বাসনে রয়েছেন তাসকিন। পিঠের পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় তাকে ক্রিকেট বোর্ড থেকে এ পুনর্বাসন দেয়া হয়। যেখানে এক থেকে দেড় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।