ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন পাপন ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়ার ক্রি‌কেট খেলুড়ে দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুননির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী দুই বছর মেয়াদে এসিসি সভাতির জন্য বাংলাদেশ থেকে একজন প্রার্থীর নাম চাওয়া হয়েছিল। বুধবারের বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্যরা পাপনের নাম চূড়ান্ত করেন।

এদিন বিসিবির সভা শেষে পাপন নিজেই সাংবাদিকদের এ তথ্য দেন।

পাপন বলেন, 'এসিসির সভাপতি এবার বাংলাদেশ থেকে হবে। আমাদের একটা নাম পাঠাতে হবে। আমার নামটাই পাঠাচ্ছে। '

এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের বতর্মান সভাপতি পাকিস্তানের শাহরিয়ার খান। তার কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনের ৩০ তারিখ।

১ জুলাই থেকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন পাপন। এর ফলে বাংলাদেশ থেকে এসিসির চতুর্থ সভাপতি হবেন পাপন।

১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে আলী আজগর লবি। তৃতীয়  সভাপতি আ হ ম মোস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।