ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মে মাসেই টাইগারদের হেড কোচ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
মে মাসেই টাইগারদের হেড কোচ নাজমুল হাসান পাপন

ঢাকা: শ্রীলঙ্কায় গেলো মাসে নিদাহাস ট্রফি চলাকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, এপ্রিলের শেষে টাইগারদের হেড কোচ নিয়োগ দেওয়া হবে। এবারও কথা রাখতে পারলেন না তিনি। 

মাশরাফি-সাকিবদের হেড কোচ পেতে নাকি এমাসের পুরোটাই অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে মে মাসে তাদের জন্য আনা হবে নতুন  হেড কোচ।

বুধবার (১৮ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন পাপন নিজেই।

তিনি বলেন, হেড কোচের সঙ্গে অন্য কোচ নিয়েও কাজ করছি। আশা করছি সামনের মাস থেকে আমরা হেড কোচ হিসেবে কাউকে পাবো।

৭ মাস পেরিয়ে আটমাস হতে চললো হেড কোচশূন্য বাংলাদেশ জাতীয়  ক্রি‌কেট দল। গেলো বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই কোচ খুঁজছে বিসিবি।

শূন্য পদের জন্য গত বছরের ডিসেম্বরে সাক্ষাৎকার দিয়েছেন রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই চূড়ান্ত করা হয়নি।

ফলে বছরের শুরুতে তিন জাতির টুর্নামেন্টে টেকনিক্যাল ডিরেক্টরের খোলশে হেড কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।

এরপর মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে অন্তর্বর্তীকালীন হেড কোচের  দায়িত্ব দেওয়া হয় পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এইচএল/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।