ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজে আস্থা রাখছেন জহির খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
মোস্তাফিজে আস্থা রাখছেন জহির খান মুম্বাইয় ইন্ডয়ান্সের হয়ে উইকেট উদযাপনে মোস্তাফিজ

ঢাকা: চলতি মৌসুমে আইপিএলে নিজের নতুন দল মুম্বাই ইন্ডিয়ানসে সময়টা ভালই যাচ্ছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টের ‍শুরুটাও হয়েছে ভালো। এ পর্যন্ত খেলা চার ম্যাচ থেকে তার উইকেটের সংখ্যা ৫।

তবে নিজের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাকে খালি হাতে ফিরতে হয়েছে। সেদিন ৪ ওভার বল করে ৫৫ রান খরচে রয়ে যান উইকেটশূন্য।

মোস্তাফিজের এমন বিবর্ণ দিনেই আইপিএলের চলতি মৌসুমের প্রথম জয় তুলে নেয় তার দল মুম্বাই ইন্ডিয়ানস। তবে সেদিনের এমন বিবর্ণ পারফরম্যান্সের পরেও মোস্তাফিজে আস্থা হারাচ্ছেন হচ্ছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ফাস্ট বোলার জহির খান।  

যে কোন সময় ফিজ জ্বলে উঠতে পারেন, ক্রিকবাজের সাথে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার।

জহির খান বলেন, যেকোনো প্রতিপক্ষের জন্য মোস্তাফিজ হুমকি হয়ে উঠতে পারে। সে একজন ‘এক্স ফ্যাক্টর’ বোলার। প্রতিপক্ষ দলকে চমকে দেয়ার ক্ষমতা আছে তার। সে একজন উইকেট টেকিং বোলার। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা আছে তার।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।