ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

গোপালগঞ্জে শেখ নুরুল হক স্মৃতি ক্রিকেট লীগ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
গোপালগঞ্জে শেখ নুরুল হক স্মৃতি ক্রিকেট লীগ শুরু শেখ নুরুল হক স্মৃতি ক্রিকেট লীগ শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হয়েছে শেখ নুরুল হক স্মৃতি ক্রিকেট লীগ।

শনিবার (২১ এপ্রিল) সকালে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি।

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য মোল্লা রনি হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, মুকসুদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহামুদ খান কুটি এবং ক্রীড়া সংগঠক মাহাবুব আহম্মেদ কুটি, ক্রিকেট উপ-কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নীতিশ রায় বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ ক্রিকেট একাডেমি এ খেলার আয়োজন করে। উদ্বোধনী খেলায় মুকসুদপুর আইডিয়াল স্পোর্টস একাডেমি ও গোপালগঞ্জ লায়ন ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। খেলায় মোট ৬টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।