ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালে প্রিমিয়াম ডিভিশন লিগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বরিশালে প্রিমিয়াম ডিভিশন লিগের উদ্বোধন বেলুন উড়িয়ে বরিশালে প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) সকালে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লিগের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থান সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, বানারীপাড়া পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল প্রমুখ।

পরে মাঠে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ব্যাটিং ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বল করার মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়।

প্রিমিয়াম ডিভিশনাল লিগের জেলা থেকে ছয়টি দল অংশ নেবে।

উদ্বোধনী খেলা ফজলে রাব্বি বাদশা স্মৃতি সংঘ একাদশ বনাম সংস্কৃতিক মজলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।

লিগে প্রতি দলে মধ্যে ৫০ ওভার করে খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।