ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির জন্য টেস্টের দরজা খোলাই আছে, তবে...

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
মাশরাফির জন্য টেস্টের দরজা খোলাই আছে, তবে... মাশরাফি বিন মর্তুজা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সদ্য সমাপ্ত ঢাকা প্রি‌মিয়ার ক্রি‌কেট লিগে একরকম ভেলকিই দেখিয়েছেন টাইগারদের সিনিয়র পেসার মাশরাফি বিন মর্তুজা। বয়স ৩৪ পেরিয়ে ৩৫-এ ছুটতে শুরু করেছে। কিন্তু তার বোলিং দেখে তা বলার উপায় নেই।

মোট ১৬ ম্যাচ খেলে পেয়েছেন ৩৯ উইকেট। ছাপিয়ে গেছেন গেলবারের সেরা শিকারি ৩৫ উইকেটধারী আবু হায়দার রনিকে।

তার চাইতেও যে বিষয়টি বড় হয়ে ধরা দিয়েছে সেটি হল তার ফিটনেস। পুরো মৌসুমে একবারও ইনজুরিতে পড়েননি এবং প্রতিটি ম্যাচেই ১০ ওভার করে বল করেছেন।

এমন পারফরম্যান্স ও ফিটনেস যার আয়ত্বে তিনি অনায়াসেই টেস্ট খেলতে পারেন বলে ধারণা করছে দেশের অগনিত মাশরাফি ভক্ত ও ক্রি‌কেট বোদ্ধারা।  

বলা বাহুল্য খোদ মাশরাফিও টেস্ট ম্যাচ খেলতে তার আগ্রহের কথা জানিয়েছেন।

বিষয়টিকে তাই গুরুত্ব দিয়েই বিবেচনা করছেন বাংলাদেশ ক্রি‌কেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। বরং বেশ গুরুত্বসহকারেই দেখছেন।

নান্নু বলেন, 'এটা সম্পূর্ণ ওর ও বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশনা দেবে ওভাবেই এগোবো। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় খেলবে। '

রোববার মিরপুরে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের চত্বরে তিনি একথা বলেন।

নান্নুরা মাশরাফির টেস্ট খেলায় বাধ সাধছে না ঠিক আছে। কিন্তু এতদ প্রসঙ্গে তার পরের দিকের কথায় মনে হলো, টেস্ট নয় বরং তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেললেই বেশি খুশি হতো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

'আমরা চাচ্ছি টি-টোয়েন্টিতে ওর ফেরাটা জরুরি। যদি ফেরে এটা আমাদের দলের জন্য অনেক ভাল। '-যোগ করেন নান্নু।

উল্লেখ্য, গেল বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন টাইগারদের এই ওয়ানডে দলপতি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।