ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ফেরার ম্যাচে রাজ্জাকের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
মাশরাফির ফেরার ম্যাচে রাজ্জাকের ৫ উইকেট গত বছরের পর প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেছেন মাশরাফিছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলকে একেবারে বিধ্বস্ত করে দিল দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে মাত্র ১৮৭ রানের নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেল জহুরুল ইসলামের নেতৃত্বে উত্তরাঞ্চল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরাঞ্চল। তবে এদিন নাজমুল হোসেন শান্ত ও সোহরাওয়ার্দী শুভ না থাকলে হয়তো একশ রানের নিচেই অলআউট হয়ে যেত দলটি।

অপরাজিত ৫৯ করেছেন শুভ। আর বরাবর ৫০ করেন শান্ত। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন ওপেনার মিজানুর রহমান।

২০.৩ ওভারে ৪ মেডেন ও ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন অভিজ্ঞ স্পিনার রাজ্জাক। ২টি উইকেট পান সাকলাইন সজীব। এক উইকেট পান মাশরাফি বিন মর্তুজা ও কামরুল ইসলাম রাব্বি।

গত বছরের পর প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেছেন মাশরাফি। যেখানে ১২ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণাঞ্চল।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।