ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদমান-মজিদের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
সাদমান-মজিদের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট আব্দুল মজিদ-ছবি: সংগৃহীত

ঢাকা: দুই টপঅর্ডার সাদমান ইসলাম ও আব্দুল মজিদের সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রি‌কেট লিগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম ইনিংসে দাপট দেখাচ্ছে মধ্যাঞ্চল।

পূর্বাঞ্চলের বিপক্ষে সাদমানের ১১২ ও মজিদের ১৫৯ রানে ভর করে ৪ উইকেট খরচায় ৪০৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অধিনায়ক মোশারাফ হোসেন রুবেল ও তার দল।

এর আগে মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ ও ব্যক্তিগত ২১ রানে আবু জায়েদ রাহির বলে অলোক  কাপালির তালুবন্দি হয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান।

মধ্যাঞ্চলের দ্বিতীয় উইকেটের সলীল সমাধি ঘটে দলীয় ১০৬ রানে। ব্যক্তিগত ১৪ রানে মার্শাল আইয়ুব সোহাগ গাজীর এলবির ফাঁদে পড়েন।

এরপর দলকে ৭২ রানের সংগ্রহ এনে দিয়ে ব্যক্তিগত ২৫ রানে সোহাগের দ্বিতীয় শিকার  বনে যান  মেহরাব হোসেন জুনিয়র।

দিনের শেষ উইকেটটিও থলিতে পুড়েছেন সোহাগ গাজী। দলের রান তখন ৩৮২। ৮৩ ওভারে সোহাগের পঞ্চম বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গেলে তার স্ট্যাম্প ভেঙে দেন জাকির আলী।

ব্যাট হাতে দিন শেষে ব্যক্তিগত ৭ রানে মোশররফ হোসেন রুবেল ও শুভাগত হোম অপরাজিত আছেন ৫০ রানে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।