ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইয়ের ‘কিপ্টে’ বোলার মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
মুম্বাইয়ের ‘কিপ্টে’ বোলার মোস্তাফিজ টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলে ফিরতি লেগের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ৩ ওভার ৪ বল করে ১৮ রান দিয়েছেন টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান! এরমধ্যে তুলে নিয়েছেন ইউসুফ পাঠানের মূল্যবান উইকেটটি। 

এক্ষেত্রে বলাই যায়, মঙ্গলবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ে নিজেদের মাঠে বেশ ‘কিপ্টে’ই রয়েছেন তিনি। বল হাতে মোস্তাফিজ একটি চারের পাশাপাশি ছক্কাও দিয়েছেন একটি।

 

সতীর্থ মিচেল ম্যাকলেনাগান ২ উইকেট পেলেও ৩ ওভারে  দিয়েছেন ২২ রান। ১  উইকেট শিকারি জাসপ্রিত বুমরার ৪ ওভার থেকে এসেছে ২৫ রান।  

আরেক সতীর্থ হার্দিক পান্ডিয়া ৩ ওভারে দিয়েছেন ২০ রান।  যদিও তিনি ২ টি উইকেটের দেখা পেয়েছেন।  অপর ২ উইকেট শিকারী  মায়ান মারকানদে সমান সংখ্যক ওভারে দিয়েছেন ১৫ রান।

তাদের এমন হিসেবি বোলিংয়ে ১৮ দশমিক ৪ ওভারে  ১১৮ রানে  গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। ১১৯ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে মুম্বাই ইন্ডিয়ানস।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৮
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।