ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ৩০০ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ৩০০ উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট শিকারী সাকিব। ছবি: সংগৃহীত

বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক র্স্পশ করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

মঙ্গলবার (২৪ এপ্রিল) আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে এমন রের্কড গড়েন বিশ্বসেরা এ অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে এ কীর্তি গড়েন তিনি।

 

জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ২৬০ ম্যাচে এই রের্কড গড়লেন সাকিব।

এ তালিকায় ৪১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন ওয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ৩৮০ ম্যাচে তিনি এই কীর্তি গড়েন।  

পরের তালিকাগুলোতে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩৪৮), ক্যারিবিয়ান সুনীল নারাইন (৩২৫) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩০০)।

এক দিক থেকে সাকিব অবশ্য সবার থেকে উপরে রয়েছেন। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।