ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দ.আফ্রিকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পেল বাংলাদেশ। ২ জুন দ্য ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। আর গ্রপের শেষ ম্যাচে ঐতিহাসিক লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিম-সাকিবরা।

..রাউন্ড রবিন লিগ ভিত্তিতে এই টুর্নামেন্টে অংশগ্রহন করা ১০টি দল একের অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

আরও পড়ুন...১৬ জুন বিশ্বকাপে লড়বে ভারত-পাকিস্তান

৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দ্য ওভালে দিবা-রাত্রির খেলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

৮ জুন কার্ডিফে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ব্রিস্টলে ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে নামবে। ১৭ জুন টাউনটনে সাক্ষাত হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

নটিংহ্যামে ২০ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের বাংলাদেশ। ২৪ জুন সাউদাম্পটনে প্রতিপক্ষ আফগানিস্তান। পরে বামিংহামে ২ জুলাই ভারতের মুখোমুখি হবে। আর ৫ জুলাই শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।