ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মজিদের ডাবল সেঞ্চুরির জবাব দিচ্ছেন লিটন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
মজিদের ডাবল সেঞ্চুরির জবাব দিচ্ছেন লিটন ছবি: সংগৃহীত

ঢাকা: স্কোর বোর্ডেই পারফরম্যান্সের প্রতিফলন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)  প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ৫৪৬ রানের বড় সংগ্রহ নিয়ে গুটিয়ে গেল মধ্যাঞ্চল। আগের দিন ১৫৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরা টপঅর্ডার আব্দুল মজিদ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেই দেখালেন ঝলক।

খেললেন অনবদ্য ২০৫ রানের ঝলমলে এক ইনিংস। সাথে যোগ হলো মিডল অর্ডার শুভাগত হোমের ৭১ রান।

তাতেই মোশাররফ রুবেলদের এমন সমৃদ্ধ সংগ্রহ এল।

পূর্বাঞ্চলের হয়ে বল হাতে আগের দিনের ৩ উইকেট শিকারি সোহাগ গাজী এদিন তুলে নিলেন দুই উইকেট। সাকুল্যে তার উইকেট সংখ্যা হলো ৫। আবু জায়েদ রাহি প্রথম দিনের ১ উইকেটের সাথে যোগ করলেন আরও একটি। প্রথম দিন বল হাতে শূন্য হাতে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন শিকার করলেন ২ ব্যাটসম্যানকে। দলের অপর শিকারি এনামুল হক জুনিয়র।

পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের শুরুটা হয়েছিল দিনের দ্বিতীয়ভাগে। মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও মেহেদি মারুফ। কিন্তু মারুফ ঠিক যেন থিতু হতে পারলেন না। দলীয় ৪৬ ও ব্যক্তিগত ১৩ রানে মোশররফ রুবেলের বলে সাইফ হাসানের ক্যাচ বনে গেলেন।

পারলেন না অধিনায়ক মুমিনুল হকও। নিজের ইনিংসের সমাপ্তি টানলেন ব্যক্তিগত ৬ রানে শুভাগত হোমের কট অ্যান্ড বোল্ড হয়ে। তৃতীয় উইকেটে লিটনের সাথে ইনিংসকে বেশ শক্ত হাতেই টেনে নিচ্ছিলেন তাসামুল হক। কিন্তু হঠাৎই কক্ষপথ থেকে ছিটকে গেলেন যেন। শুভাগত হোমের হানা দ্বিতীয় আঘাতে ফিরলেন ব্যক্তিগত ৬৭ রানে।

শুধু উইকেট কামড়ে পড়ে থাকলেন লিটন। সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষে করলেন ১৩৯ রানে।

সঙ্গী হিসেবে দিনের শেষ পর্যন্ত তাকে সঙ্গ দিলেন আফিফ হোসেন ধ্রুব। অপরাজিত থাকলেন ৩১ রানে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।