ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজের ব্যাটটিই দিয়ে দিলেন তামিম!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
নিজের ব্যাটটিই দিয়ে দিলেন তামিম! রুমানা আহমেদকে নিজের ব্যাটটিই দিয়ে দিলেন তামিম-ছবি: সংগৃহীত

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ক্রীড়া পল্লীতে রাখা নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদের ব্যাট দুটি চুরি হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে গেল ১২ এপ্রিল সিলেটে দলের অনুশীলন ক্যাম্পে যাওয়ার আগের দিন রাতে কে যেন তার রুমের তালা ভেঙে ব্যাট দুটো নিয়ে গেছে।

ফলে সিলেটের পুরো ক্যাম্পেই অ‌ন্যের ব্যাট দিয়ে কাজ চালাতে হয়েছে রুমানাকে।  

১২ দিনের ক্যাম্প শেষে ২৫ এপ্রিল ঢাকা ফিরে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিসিবিতে এসে তামিম ইকবালকে দেখেই সমস্যার কথা জানালেন এই তারকা ক্রিকেটার।

সমস্যার কথা শুনে সাহায্যের হাত বাড়াতে কাল-বিলম্ব করেননি এই টাইগার হার্ডহিটার। ১০ মিনিটের মধ্যেই রুমানাকে বিসিবিতে ডেকে নিয়ে নিজের ম্যাচ ব্যাটটি দিয়ে দিলেন!

বিষয়টি দারুণ অবাক করেছে রুমানাকে। করেছে আনন্দিতও ‘সত্যি অবাক হয়েছি এবং বিষয়টি আনন্দেরও। উনি আমাকে নিজের সিএ'র ম্যাচ ব্যাটটি উপহার দিলেন! আমাদের দেশের গর্ব এত হেল্পফুল জানাই ছিল না। '

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।