ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট লিগের পুরস্কার বিতরণে ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
ক্রিকেট লিগের পুরস্কার বিতরণে ক্রীড়া প্রতিমন্ত্রী লিগের পুরস্কার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রয়েল টাইগার প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিগের পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন, জেলা ক্রিড়া অফিসার সুমন মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক ও ক্রিকেট লিগ কমিটির আহবায়ক রানা আমির ওসমান রানা প্রমুখ।

লিগের সেরা খোলায়ার নির্বাচিত হন স্কাই হার্ট ক্লাবের মেহেদী হাসান। এজন্য লিগ কমিটির পক্ষ থেকে তাকে একটি মোটরসাইকেল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।