ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ের অনুমতি পেলেন মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, মে ২, ২০১৮
বোলিংয়ের অনুমতি পেলেন মোহাম্মদ হাফিজ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। ছবি: সংগৃহীত

ঢাকা: নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বুধবার (২ মে) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ অনুমোদন দিয়েছে। 

এক বিবৃতিতে আইসিসি জানায়, হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখা গেছে তা বৈধ। তাই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই অফ স্পিনার বোলিং করতে পারবেন।

গেল বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।  

ফলে চলতি বছরের ১৭ এপ্রিল লাফবোরো ইউনিভার্সিটিতে তাকে বোলিংয়ের অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে আইসিসি তাকে বোলিংয়ের অনুমতি দেয়।

এই নিয়ে ৪বার বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হলেন এই পাক অলরাউন্ডার। প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন ২০০৫ সালে। আর ২০১৪ সালে নতুন নিয়মে দুইবার রিপোর্টেড হন। ফলে নিয়ম অনুযায়ী ১২ মাস নিষিদ্ধ থাকেন বোলিংয়ে।
 
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ০২, ২০১৮
এইচএল/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।