ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল মধ্যবর্তী ট্রান্সফারে আগ্রহ নেই ফ্র্যাঞ্চাইজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ৩, ২০১৮
আইপিএল মধ্যবর্তী ট্রান্সফারে আগ্রহ নেই ফ্র্যাঞ্চাইজিদের ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের আদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আকর্ষণ বাড়াতেই লিগের মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোর ব্যবস্থা রাখা হয়েছিল। তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এই ট্রান্সফারের দিকে কোনো আগ্রহই দেখায়নি।

আইপিএলের একাদশ আসর শুরু আগেই ঘোষণা করা হয়েছিল, আসরের মাঝামাঝি দু’সপ্তাহের জন্য খুলে দেওয়া হবে ট্রান্সফার উইন্ডো। সে হিসেবে ২৮তম ম্যাচ থেকে ৪২তম ম্যাচ পর্যন্ত এই সময় সীমা কার্যকর থাকার কথা।

কিন্তু উইন্ডো খোলার এক সপ্তাহের মধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মুখ ফিরিয়ে নিয়েছে।

কারণ হিসেবে তারা জানিয়েছে, এই ট্রান্সফার উইন্ডোতে এত বেশি নিয়িম যে কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের পছন্দের ক্রিকেটার পাবে না। আইপিএলের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল, আসরে দুই বা তার চেয়েও কম ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছে হলে নিজেদের মধ্যে কেনাবেচা করতে পারবে।

কিন্তু আসর শুরু হলে এই নিয়ম পরিবর্তন করে বলা হয়, শুধু মাত্র অনভিষিক্ত খেলোয়াড়রাই এই বেচাকেনার আওতায় পড়বেন। আর এই নিয়মের পরিবর্তনেই আগ্রহ হারিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ট্রান্সফার উইন্ডে আগ্রহ না থাকার কারণ প্রসঙ্গে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এটা আসলে ফুটবলে খুব জনপ্রিয় একটি পন্থা। কিন্তু আমাদের এখানে অনভিষিক্ত ক্রিকেটার প্রথমেই কেনা হয় না বললেই চলে তাই আসরের মধ্য অবস্থায় কেনাবেচার আগ্রহ নেই। যদি এই উইন্ডে নামি ক্রিকেটার থাকতো তাহলে হয়তো আগ্রহ দেখা যেত। ’

প্রায় এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও ট্রান্সফার উইন্ডের জন্য আইপিএল কমিটির কাছে আবেদন করেনি কোনো দল। তবে এখনো কিছুদিন সময় বাকী থাকায় আশা হারাচ্ছে না আইপিএল পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।