ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আজো মুম্বাইয়ের একাদশে নেই মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৪, ২০১৮
আজো মুম্বাইয়ের একাদশে নেই মোস্তাফিজ মুম্বাইয়ের সতীর্থ বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

ঢাকা: হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানিতে স্থান পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে কাটার মাস্টার মোস্তাফিজকে ছাড়াই।

আগের দুই ম্যাচেও মোস্তাফিজকে বসিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছিলো বেন কাটিংকে। শুক্রবার রাতের ম্যাচেও তাই।

মুম্বাইয়ের একদশ থেকে মোস্তাফিজ ছাড়াও বাদ পড়েছেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। তার জায়গায় একাদশে ফিরেছেন আরেক ক্যারিবীয় এভিন লুইস।  অন্য দিকে পাঞ্জাবের একাদশে ফিরেছেন ক্রিস গেইল।

৭ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে ২ পরাজয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে আছে পাঞ্জাব। অপরদিকে ৮ ম্যাচ খেলে মাত্র ২ জয়ের বিপরীতে ৬ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে মুম্বাই।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।