ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

১০৬ রানে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৪, ২০১৮
১০৬ রানে হারলো বাংলাদেশ ...

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হলো ১০৬ রানের ব্যবধানে হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭১ টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়েছেন সালমারা। প্রথম ম্যাচ জিতে ৫ ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৬৭ রান তোলেন দুই প্রোটিয়া ওপেনার লাইজলি লি-লরা ওলভারডট।

নাহিদা আক্তারের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানে ওলভারডটের বিদায়ে ভাঙে এই জুটি। তবে রানের চাকায় বাঁধ দেওয়া সম্ভব হয়নি তাতে। লি’র ৫৪ (৮১ বলে), অধিনায়ক নিকার্কের ৪৪ (৫১), ট্রয়নের ৬৫ (৬১) মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানের পুঁজি সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।  

বল হাতে ৮ ওভার বল করে ২.৭৫ রান রেটে মাত্র ২২ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। ২টি করে উইকেট জাহানারা আলম ও ফাহিমা খাতুনের।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ৫ রানের মাথায় প্রোটিয়া বোলার কাপ্পের শিকার হয়ে আউট হয়ে যান বাংলাদেশ দলের ওপেনার মোরশেদা খাতুন (১)। তবে শুরুর ধাক্কা সামলে উঠতে জোর চেষ্টা করেন সানজিদা ইসলাম (৩৫) ও ফারজানা হক (৬৯*)।  

নিকার্কের বলে দলীয় ৬৪ রানে সানজিদার বিদায়ে ভেঙে পড়ে সব প্রতিরোধ। একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেন ফারজানা হক। সানজিদার বিদায়ের পর রান ১০০-র ঘরে পৌঁছার আগেই আরও ৫ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে পরাজয়ের ব্যবধান কমান পান্না ঘোষ (২৩)।

বাংলাদেশের পরাজয়ের অন্যতম কারণ প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিং। দক্ষিণ আফ্রিকা ৯ জন বোলার ব্যবহার করলেও কারো উপরই চড়াও হতে পারেননি সালমারা। উল্টো বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট রীতিমতো ভাবনার বিষয় হয়ে উঠেছিলো। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট পান্না ঘোষের (৮৫.১৮)। বাকি দুই রান পাওয়া ব্যাটসম্যান সানজিদা (৫৫.৫৫), ফারজানার (৪৭.২৬) অবস্থাও তথৈবচ। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল বোলার নিকার্ক (১০-২৩-৩)।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৭০/৯ (৫০ ওভার), ট্রয়ন ৬৫, লি ৫৪, নাহিদা (৮-২২-২)
বাংলাদেশ: ১৬৪/১০ (৪৯.৩/৫০), ফারজানা ৬৯*, নিকার্ক (১০-২৩-৩)।
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১০৬ রানে জয়ী।

বাংলাদেশ সময়ঃ ২১৩৮ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।