ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেক টেস্টে আইরিশদের অধিনায়ক পোর্টারফিল্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মে ৫, ২০১৮
অভিষেক টেস্টে আইরিশদের অধিনায়ক পোর্টারফিল্ড উইলিয়াম পোর্টারফিল্ড

ওয়ানডে দলের অধিনায়ক তিনি আগে থেকেই। কিন্তু দেশের অভিষেক টেস্ট বলে কথা! আর তাতে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন আইরিশ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড।

আয়ারল্যান্ডের জন্য ১১ মে এক ঐতিহাসিক দিন হতে চলেছে। ক্রিকেটের এলিট গ্রুপের সদস্যপদ পাওয়ার পর থেকেই অভিষেকের অপেক্ষায় আইরিশরা।

তাদের শিহরণের মাত্রা বাড়তে চলেছে। কেননা, ডাবলিনে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে পাকিস্তানের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।  

এই পাকিস্তানকেই বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে হারিয়ে দিয়েছিলো আইরিশরা। তাদের বিপক্ষেই আবার টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে তাদের। অভিষেক টেস্ট ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো টস করতে নামবেন উইলিয়াম পোর্টারফিল্ড।

২০০৭ সালের বিশ্বকাপে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে দেয় আয়ারল্যান্ড। সেই থেকে আইসিসি তাদের দিকে লক্ষ্য রাখতে শুরু করে। গত বছর টেস্ট স্ট্যাটাস দিয়ে আইরিশদের সম্মানিত করে আইসিসি।
 
একইসাথে আফগানিস্তানকেও একই সম্মানে ভূষিত করা হয়। আগামী জুন মাসে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে নিজেদের অভিষেক টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় আছে আফগানরা।

পাকিস্তানের বিপক্ষে ঘোষিত ১৪ সদস্যের আইরিশ দল:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, এড জয়েস, টাইরন কেইন, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রেইন, নিল ও’ব্রেইন (উইকেটরক্ষক), বয়েড র‌্যানকিন, নাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন ও গ্যারি উইলসন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।