ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লো স্কোরিং ম্যাচে কোহলিদের হারালেন ধোনিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ৫, ২০১৮
লো স্কোরিং ম্যাচে কোহলিদের হারালেন ধোনিরা ছবি: সংগৃহীত

লো স্কোরিং ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ করলে, জবাব দিতে নেমে ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় মাহেন্দ্র সিং ধোনি ও তার দল।

পুনেতে ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আম্বাতি রায়দুর ৩২ ও অধিনায়ক ধোনির অপরাজিত ৩১ রানের সুবাদে সহজ জয় পায় চেন্নাই।

ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান উমেশ যাদব।

আর একটি করে উইকেট তুলে নেন কলিন ডি গ্র্যান্ডহোম ও মুরুগান অশ্বিন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর ওপেনার পার্থিব প্যাটেল ৫৩ করলেও দলের হয়ে অন্যকেউ সম্মানজনক স্কোর করতে পারেনি। তবে শেষদিকে নেমে বোলার টিম সাউদি অপরাজিত ৩৬ করলেও একশ রানের কোটা পার করতে পারে ব্যাঙ্গালুরু। দলের হয়ে অন্য কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

চেন্নাই বোলারদের মধ্যে ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন রবিন্দ্র জাদেজা। দুই উইকেট পান হারভাজন সিং। এছাড়া একটি করে উইকেট পান ডেভিড উইলি ও লুনগি এনগিদি।

এ জয়ের ফলে শীর্ষেই রইল চেন্নাই। ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট তাদের। তবে আট দলের মধ্যে ব্যাঙ্গালুরুর বর্তমান অবস্থান ৬-এ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।