ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের জয়ে লাভ হলো মোস্তাফিজদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ৬, ২০১৮
সাকিবদের জয়ে লাভ হলো মোস্তাফিজদের ছবি: সংগৃহীত

দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো সাকিবদের সানরাইজার্স হায়দ্রাবাদ। এমনিতেই সাকিবদের অবস্থান বেশ সুসংহত, তার ওপর আবার শীর্ষে অবস্থান। তবে হায়দ্রাবাদের জয়ে আসল উপকারটা হলো মোস্তাফিজদের। তলানি থেকে সোজা পাঁচে চলে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে প্লে অফে খেলার আশা টিকে রইলো রোহিত শর্মার নেতৃত্বে দলটির।

গতকাল (৬ মে) আইপিএলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটি জিতে হায়দ্রাবাদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় চেন্নাই।

তবে কয়েক ঘন্টা পরেই তা আবার সাকিবদের দখলে চলে আসে। দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ। এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন দলটি। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ বেশি খেলে নেট রান রেটের হিসেবে পিছিয়ে পড়েছেন ধোনিরা।

সাকিবরা শীর্ষে উঠে যাওয়ায় লাভ হলো মোস্তাফিজদের। কেননা, পাঁচ নম্বরে থাকা দিল্লী ম্যাচ হেরে যাওয়ায় নেট রান রেটে পিছিয়ে সাতে চলে এসেছে। আর রানের হিসেবেই সাত থেকে পাঁচে উন্নিত হয়েছে মুম্বাই। তবে তাতেও অবশ্য স্বস্তি মিলছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কারণ, চার নম্বরে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের পয়েন্ট ১০, তিন নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্টও তাই। যদিও পাঞ্জাব এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে পাঁচ থেকে আট পর্যন্ত সব দলেরই পয়েন্ট সমান (৬)। শুধু রান রেটের হিসেবেই পয়েন্ট টেবিলে আলাদা অবস্থান। এদের মধ্যে রাজস্থান রয়েলস আবার এক ম্যাচ কম (৮) খেলেছে।

মোস্তাফিজদের পথের কাঁটা হয়ে উঠতে পারে কলকাতা। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা কলকাতা শুরুতে প্রতিপক্ষের কাছে ঘায়েল হলেও ক্রমেই ফর্মে ফিরতে থাকেন দলের শীর্ষ তারকারা। আজকের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গত তিন  ম্যাচের দুই ম্যাচ করে জিতেছে দুই দল। তবে চাপটা মুম্বাইয়ের ওপরই বেশি। কারণ, একটা ম্যাচ হারলেই প্লে অফের স্বপ্নের সলিল সমাধি হবে তাদের। গত ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সেই সাফল্যের নিশ্চয়ই পুনরাবৃত্তি দেখতে চাইবে মুম্বাই। তবে আজকের ম্যাচে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজকে একাদশে রাখা হবে কি না তা নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়ঃ ১৫২৭ ঘণ্টা, ০৬ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।