ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী: পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ৭, ২০১৮
আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী: পাপন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

ঢাকা: আসছে জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন থেকে চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে আফগানদের দুর্বল না ভেবে শক্তিশালী  হিসেবেই  বিবেচনা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  তার মতে আফগানদের যদি কেউ দুর্বল মনে করে সেটা হবে অনেক বড় ভুল।

সোমবার (০৭ মে) রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে বিসিবি সভাপতি একথা বলেন।

পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান অনেক শক্তিশালী এবং তারা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে।

 ওদের সঙ্গে পূর্ণশক্তি নিয়ে জেতাটাই বড় চ্যালেঞ্জ। মনে রাখতে হবে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার রশীদ খান ওই দলে। আইপিএলে রশীদ ও মুজিবের বলে বিরাট কোহলি পর্যন্ত বোল্ড আউট হচ্ছে। নামিদামি ব্যাটনসম্যানরা হিমশিম খাচ্ছে। তারা ভালো দল এতে কোনো সন্দেহ নেই’।
 
এদিকে ভ্যেনু হিসেবে দেরাদুনে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন? সে সম্পর্কে বিস্তারিত জানতে বিসিবি থেকে প্রতিনিধি দল সেখানে পাঠানো হয়েছে। তারা বিসিবি সভাপতিকে জানিয়েছেন, একটি  আন্তর্জাতিক  ভ্যেনুর  যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তার সবকিছুই সেখানে আছে। শুধু তাপমাত্রাটাই বেশি, এই যা।

তবে পাপন মনে করেন এটা কোনো বিষয়ই না। যেহেতু তারা খেলোয়াড় তাই যেকোনো কন্ডিশনেই তাদের খেলতে পারা উচিত।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।