ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ৭, ২০১৮
চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ সাকিবের সাকিব আল হাসানের একটি শট

আইপিএলের চলতি আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও তার এ ইনিংসের পাশাপাশি অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতকের পরও মাঝারি মানের সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 

সোমবার (৭ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে এ ম্যাচে ৩২ বলে ৩৫ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।  অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাকিব।

উইলিয়ামসনের (৫৬) রানের বিদায়ে শেষ হয় এই জুটি। সাকিবও ১৮তম ওভারে ব্যাঙ্গালুরুর পেসার উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন।  

পাঁচটি চারের মারে ৩৫ রানের এই ইনিংস ব্যাটিং নিয়ে ভুগতে থাকা সাকিবের চলতি আসরে সেরা। নিজেদের দশম ম্যাচে ব্যাঙ্গালুরুর সঙ্গে খেলছে হায়দ্রাবাদ। সব উইকেট হারিয়ে সাকিবদের ১৪৬ রানের জবাবে এখন ব্যাট করছে ব্যাঙ্গালুরু। প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে তাদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৭১ রান। এরমধ্যে ওপেনার পার্থিব প্যাটেলের উইকেটটি নিয়েছেন সাকিব।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএইচএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।