ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে ফিরছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, মে ৮, ২০১৮
ক্রিকেটে ফিরছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এভাবেই আবারো মাঠ মাতাবেন আব্দুল রাজ্জাক/সংগৃহীত

ঢাকা: বয়স ৩৮ ছাড়িয়েছে। জাতীয় দলের সঙ্গেও নেই দীর্ঘদিন। অনেকটা লোকচক্ষুর আড়ালেই চলে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। দীর্ঘ বিরতীর পর আবারও পাকিস্তানের ক্রিকেটে ফিরছেন তিনি। তবে জাতীয় দল নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে।

২০১৪ সালে শেষবার প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন রাজ্জাক। সেবার তার দল জেডটিবিএলের ফলাফল এতটাই খারাপ হয়, অবনমন হয়ে দল দ্বিতীয় বিভাগে চলে যায়।

দলের এমন ব্যর্থতায় রাজ্জাকও প্রথম শ্রেণি ক্রিকেট ছেড়ে দেন।  

দীর্ঘ বিরতির পর আবারও প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন প্রত্যয়ী এ ক্রিকেটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের আগামী মৌসুমে এই অলরাউন্ডার খেলবেন পিটিভির হয়ে। অনেকে ভাবছেন প্রথম শ্রেণীর ক্রিকেট দিয়ে আবারও জাতীয় দলের পথেই হাঁটার পরিকল্পনা রাজ্জাকের। তবে পাকিস্তানি অলরাউন্ডার নিশ্চিত করেছেন, জাতীয় দল নয়, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ইচ্ছা থেকেই ক্রিকেটে নতুন করে ফিরছেন তিনি।

পাকিস্তানের একটি দৈনিককে রাজ্জাক বলেন, এই মৌসুমে পিটিভির অধিনায়কত্ব করবো। এই মুহূর্তে আমি শতভাগ ফিট। পাকিস্তান কাপ, যেখানে শুধুমাত্র ৯৪ রান করেই নয়, বল হাতে এক উইকেট নিয়ে প্রমাণ করেছি আমি কতটা ফিট। আশা করছি ঘরোয়া মৌসুমের পারফরম্যান্স আমাকে সামনের পিএসএলে জায়গা পেতে সাহায্য করবে। এরইমধ্যে নির্বাচকদের জানিয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে। যদি ঘরোয়া মৌসুমে আমার ফর্ম ও পারফরম্যান্স আশা জাগানীয়া হয়, তাহলে পরের পিএসএলের খেলোয়াড় ড্রাফটে থাকব।
 
সবশেষ ২০১৩ সালে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে রাজ্জাককে। সে বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতাননি।  

এর আগে এই অলরাউন্ডার ২৬৫ ওয়ানডেতে ৫ হাজার ৮০ রানের সঙ্গে ২৬৯টি উইকেট নিয়েছেন। ৪৬ টেস্টে ১ হাজার ৯৪৬ রানের পাশাপশি রযেছে ১০০ উইকেট, আর ৩২ টি-২০ তে ৩৯৩ রানের সঙ্গে ঝুলিতে রয়েছে ২০ উইকেট।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমকেএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।