ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

স্মিথের পরিবর্তে অজিদের নেতৃত্বে পেইন-ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মে ৮, ২০১৮
স্মিথের পরিবর্তে অজিদের নেতৃত্বে পেইন-ফিঞ্চ ফিঞ্চ ও পেইন-ছবি: সংগৃহীত

বল টেম্পারিং কাণ্ডের পর টালমাটাল অস্ট্রেলিয়ান দলের নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। যদিও স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর টেস্টের দায়িত্ব তুলে দেয়া হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইনের হাতে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক কাকে বানানো হবে তা নিয়ে শঙ্কা থেকে যায়?

অবশেষে রঙ্গিন পোশাকের অধিনায়কও পেয়ে গেল অজিরা। যেখানে ওয়ানডেতে সেই পেইনের ওপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আর টি-২০’র নেতৃত্ব তুলে দেয়া হয়েছে এক সময় এই ফরম্যাটের দলনেতা হিসেবে থাকা অ্যারন ফিঞ্চকে।

আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও এক ম্যাচের জন্য টি-২০’র জন্য দল ঘোষণা করেছে সিএ। ৫০ ওভারের দলে ফিঞ্চকে আবার সহ-অধিনায়ক করা হয়েছে। যেখানে দলে ফিরেছেন শন মার্শ ও স্পিনার নাথান লায়ন। নেয়া হয়েছে এই ফরম্যাটে এখন পর্যন্ত না খেলা ডা’আর্সি শর্টকে।

টি-২০ দলে ফিঞ্চের ডেপুটি করা হয়েছে অ্যালেক্স ক্যারিকে। তিনি আবার উইকেটরক্ষকের ভূমিকাও কাজ করবেন।

এর আগে অস্ট্রেলিয়ার গত দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে সিএ কতৃক নিষিদ্ধ হন স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফ্ট। স্মিথ ও ওয়ার্নার এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা পান। যেখানে ওয়ার্নারকে সারা জীবনের জন্য নেতৃত্ব থেকে বহিষ্কার করা হয়। আর ব্যানক্রফ্টকে ৯ মাসে নিষেধাজ্ঞা দেয়া হয়।

আগামী ১৩, ১৬, ১৯, ২১ ও ২৪ জুন ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর ২৭ জুন একমাত্র টি-২০ অনুষ্ঠিত হবে।  

ইংল্যান্ড সফর জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড
ওয়ানডে: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডা’আর্সি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, আন্দ্রে টাই।

টি-২০ দল (জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ সহ): অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, ট্র্যাভিস হেড, নিক ম্যাডিনসন, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডা’আর্সি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, আন্দ্রে টাই, জ্যাক ওয়াইল্ডারমুথ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ০৮ মে , ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।