ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সেই টি-২০ টুর্নামেন্ট এ বছর হচ্ছে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ৮, ২০১৮
সেই টি-২০ টুর্নামেন্ট এ বছর হচ্ছে না স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি সামর্থ্য বাড়াতে বিপিএলের পাশাপাশি চলতি বছর থেকেই আলাদা একটি টুর্নামেন্টের আয়োজন করার কথা ছিল এ বছর

ঢাকা: বিপিএলের পঞ্চম আসরে একাদশে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানো নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে ছিলো রাজ্যের সমালোচনা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আন্তর্জাতিক ফ্লেভারের এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের আধিক্যে স্থানীয় খেলোয়াড়রা সুযোগই পাচ্ছিলেন না।

বিদেশিদের দাপটে স্থানীয় ক্রিকেটাররা যখন এক রকম কোনঠাসা হয়ে পড়ছিলেন, ঠিক তখনই আশার বাণী নিয়ে হাজির হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।

সেটা হলো, স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি সামর্থ্য বাড়াতে বিপিএলের পাশাপাশি চলতি বছর থেকেই আলাদা একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে।

আর সেটা হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব গেল বছরের নভেম্বরে এমন আশার কথা শোনানোর ছয় মাস না যেতেই হতাশার কথা শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক কাজী ইনাম আহমেদ। সেই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নাকি এবার হচ্ছে না।

কারণ, সময় নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাচ্ছে রোজাও। সব কিছু ঠিকঠাক থাকলে নাকি আগামী বছর থেকে টুর্নামেন্টটি তারা শুরু করতে পারবেন।

মঙ্গলবার (৮ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি এই হতাশার খবর দেন।

কাজী ইনাম বলেন, ‘আমাদের একটা আলাপ হয়েছিল। তবে এই মৌসুমে যদি করতে না পারি আগামী মৌসুমে করবো। আগামী চার বছরের মধ্যে এটা আমরা অবশ্যই চালু করতে চাই। শুধু এখানেই না, অন্য জায়গাতেও যদি সেরা প্লেয়ারদের নিয়ে আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা যায় সেটা অবশ্যই ভাল হবে। আমরা চাইছি আগামী বছর করার জন্য। সময়ের অভাবে এ বছর হবে না। তাছাড়া এখন  যেহেতু বৃষ্টি ও রোজা শুরু হয়ে গেছে তাই এ বছর আর সম্ভব বলে মনে হচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।