ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লজ্জার আরেকটি হারে সিরিজ খোয়াল নারী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ৯, ২০১৮
লজ্জার আরেকটি হারে সিরিজ খোয়াল নারী দল ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচটা কি দুর্দান্তই না হয়েছিল বাংলাদেশ নারী দলের। তবে মূল মঞ্চে এসে খেই হারিয়ে ফেললেন রুমানা আহমেদরা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে টানা হেরে সিরিজই খোয়াল সফরকারীরা।

কিম্বার্লিতে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলো টাইগ্রেসরা। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৭১ রানে অলআউট হয়ে যায়।

এটি আবার দলটির ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। জবাবে ১৪.২ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে ৭২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া নারী দল।

প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে একমাত্র নিগার সুলতানাই দায়িত্ব নিয়ে খেলেন। ৯৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৩ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন লোয়ারঅর্ডার ব্যাটসম্যান পন্না ঘোষ। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান আয়াবোঙ্গা খাকা। আর দুটি উইকেট পান মারিজান্নে কাপ্প।

৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে লিজেল্লে লি’র অপরাজিত ৪৪ রানে জয় তুলে নেয় স্বাগতিকরা। এছাড়া তৃশা চেট্টি ১৫ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি তুলে নেন নাহিদা আকতার।

এর আগে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ নারী দল যথাক্রমে ১০৬ রানে ও ৯ উইকেটে হার মানে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।