ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিখনকে ফেরাতে মাঠেই নেমে গেলেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ৯, ২০১৮
লিখনকে ফেরাতে মাঠেই নেমে গেলেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে একজন লেগ স্পিনার কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনুধাবন করতে না পারলেও মাশরাফি ঠিকই পেরেছেন। হয়তো সেজন্যই যুবায়ের হোসেন লিখনকে দলে ফেরাতে তিনি একরম মরিয়াই হয়ে উঠেছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ৩১ সদস্যের দল ঘোষণার আগে লিখনকে প্রাথমিক স্কোয়াডে রাখতে  তিনি নির্বাচকদের অনুরোধ করেছিলেন। তার সেই অনুরোধের প্রেক্ষিতেই লিখনকে ৩১ সদস্যের স্কোয়াডে রাখতে না পারলেও  দলের সাথে অনুশীলনের সুযোগ দেয়া হচ্ছে।

মানে অনেকটা না থেকেই থাকছেন লিখন। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবুধবার (৯ মে) মিরপুরে জাতীয় দলের অনুশীলন ছিল না। গেল এক মাসের ধারাবাহিকতায় এদিনও অনুশীলনে এলেন লিখন। কিছুক্ষণ পরেই তামিম ইকবালকে সঙ্গে নিয়ে একাডেমি, মাঠে প্রবেশ করলেন মাশরাফি। তামিমের সাথে গল্পের ফাঁকে মাঠের ডাগআউটে বসে লিখনের অনুশীলন দেখছিলেন।

খানিক বাদে তামিম থেরাপি নিতে একাডেমির ভেতরে চলে গেলে ডাগআউট থেকে মাঠে নেমে এলেন মাশরাফি। ‘দেখি ও কী অনুশীলন করে। ’ হাঁটতে হাঁটতে চলে গেলেন লিখনের বোলিং মার্কে। সেখানে প্রথম দুটি বল দেখার পরে টিপস দিতে শুরু করলেন। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমপেসার হয়েও স্পিনার লিখনকে ফ্লাইট, টার্র্নিং, ও লেংথ দেখিয়ে দিলেন। একেবারে পুরোদস্তুর মেন্টর যাকে বলে। লিখনও সুবোধ ছাত্রের মতো তা মনোযোগ দিয়ে রপ্ত করার চেষ্টা করলেন এবং বৃষ্টির ঠিক আগ মুহূর্তের তিন থেকে চারটি ডেলিভারি মাশরাফি যেভাবে করতে বললেন হুবহু সেভাবেই করে দেখালেন।

পরক্ষণেই তামিম একাডেমি থেকে মাঠে এলে তাকে ডেকে নিয়ে মাশরাফি লিখনের বল দেখতে বললেন। এভাবেই ভাগ্যবিড়ম্বিত লিখনের ভাগ্য ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফি। ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমদেখাই যাক না এবার কী হয়। নিজে চেষ্টা করছেন সাথে আছে মাশরাফির ছোঁয়া। মাশরাফির ছোঁয়ায় তো খোদ বাংলাদেশের ক্রিকেটই বদলে গেল। এবার লিখনের ভাগ্য বদলাবে তো?

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।