ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিতলেই প্লে অফ নিশ্চিত সাকিবদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ১০, ২০১৮
জিতলেই প্লে অফ নিশ্চিত সাকিবদের আইপিএলে হায়দ্রাবাদের হয়ে খেলছেন সাকিব আল হাসান

ঢাকা: জিতলেই নিশ্চিত হবে প্লে অফে খেলা, এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে বৃহস্পতিবার (১০ মে) রাত সাড়ে ৮টায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লির মুখোমুখি হবে শীর্ষস্থানে থাকা সাকিবদের হায়দ্রাবাদ।

আইপিএলের চলতি আসরে টানা ৫ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সবগুলো ম্যাচই লো স্কোরিং।

কিন্তু সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচগুলো জিতে নিয়েছে দলটি। আগের ম্যাচেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ৫ রানের জয় পেয়েছিলেন কেন উইলিয়ামসনরা।

আজকের ম্যাচ জিতলে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট হবে হায়দ্রাবাদের। আর তাহলেই প্রথম দল হিসেবে নিশ্চিত হবে সাকিবদের প্লে অফে উঠা। অন্যদিকে দিল্লির জন্য এই জয় বাঁচা-মরার। হারলেই প্লে অফের স্বপ্নের সলিল সমাধি। আর জিতলে আশা টিকে রইবে রাহানেদের।

বোলিং বিভাগকেই হায়দ্রাবাদের মূল শক্তি বলা হয়। এর আগে ১১৮, ১৩২, ১৫১, ১৪৬ রানের সংগ্রহ নিয়েও বোলারদের সাফল্যে জয় ছিনিয়ে এনেছে হায়দ্রাবাদ। ইকোনমি রেটের ক্ষেত্রেও সবার চেয়ে এগিয়ে দলটি। হায়দ্রাবাদের বোলারদের ইকোনমি রেট ৬.২৩, দ্বিতীয় সেরা রাজস্থান (৮.৫) অনেকটাই পিছিয়ে। বল হাতে দারুণ ফর্মে আছেন হায়দ্রাবাদের রশিদ খান (১৩ উইকেট), সিদ্ধার্থ কৌল (১৩ উইকেট), সাকিব (১০ উইকেট)।

আজকের ম্যাচে হায়দ্রাবাদ আরও একটি জায়গায় এগিয়ে। দুই দলের বিদেশি খেলোয়াড়দের ফর্মের পার্থক্য। হায়দ্রাবাদের জয়ে ৫০ শতাংশ অবদান রাখছেন কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, রশিদ খানরা। অন্যদিকে দিল্লির ক্ষেত্রে এই হার প্রায় ২৩ শতাংশ। জয়ের পাল্লাটা তাই সাকিবদের দিকেই বেশি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমএইচএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।