ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাটলার বীরত্বে প্লে অফের দৌড়ে রাজস্থান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মে ১১, ২০১৮
বাটলার বীরত্বে প্লে অফের দৌড়ে রাজস্থান জস বাটলার, ছবি: সংগৃহীত

ঢাকা: হারতে বসা ম্যাচ ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের বীরত্বে জিতে নিলো রাজস্থান। চেন্নাইয়ের দেওয়া ১৭৬ রানের টার্গেট বাটলারের ম্যাচজয়ী ইনিংসে (৬০ বলে ৯৫ রান) এক বল হাতে রেখেই জয় পায় রাজস্থান।

শুক্রবার (১১ মে) রাতে জয়পুরে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন চেন্নাই সুপার কিংসয়ের অধিনায়ক ধোনি।

চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল সুরেশ ররায়না (৩৫ বলে ৫২)।

ওপেনার ওয়াটসনের ৩৯ (৩১), ধোনির ৩৩ (২৩) মিলিয়ে ১৭৬ রানের ফাইটিং স্কোর গড়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই। বল হাতে ৪ ওভারে ৪২ রান খরচে ২ উইকেট পেয়েছেন রাজস্থান রয়্যালসের আর্চার।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ইংলিশম্যান জস বাটলার ও বেন স্টোকসের ১১ (৭) ভালো শুরু এনে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও একপ্রান্তে অটল থাকেন বাটলার। ২৬ বলে ফিফটিও তুলে নেন এই ওপেনার। শেষদিকে উইকেট পড়ার মিছিল শুরু হলেও সেঞ্চুরি থেকে ৫ রান দূরে দাঁড়িয়ে ম্যাচ জিতেই ফিরেন বাটলার ৯৫ (৬০)। শেষ ওভারে ব্রাভোর বলে ছক্কা হাকিয়ে ম্যাচের ফল অনুকূলে নেন বাটলার। জয় নিশ্চিতের শটও খেলেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাটলার।

এই জয়ে পয়েন্ট টেবিলে বেশ উত্তেজনা ফিরিয়ে আনলো রাজস্থান। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে স্থান করে নিয়েছে রাজস্থান। এ জয়ে জমে উঠেছে প্লে অফের উঠার লড়াই। কারণ, সমান ম্যাচে সমান পয়েন্ট কলকাতা আর মুম্বাইয়েরও। নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে কলকাতা আর চারে মুম্বাই। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়েই রয়ে গেলো চেন্নাই। প্লে অফ নিশ্চিত করতে হলে আরও এক জয় প্রয়োজন ধোনিদের। চলতি আসরে প্রথম প্লে অফ নিশ্চিত হয়েছে হায়দ্রাবাদের।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমএইচএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।