ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কাটিংয়ে অনিশ্চিত ‘কাটার মাস্টার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮
কাটিংয়ে অনিশ্চিত ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান-ছবি: সংগৃহীত

চলতি আইপিএলে মুম্বাইয়ের একাদশে প্রথম ছয় ম্যাচেই খেলেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। কিন্তু ৭ম ম্যাচ থেকেই একদশে জায়গা হারিয়েছেন তিনি। তার বদলে একাদশে যার স্থান হয়েছে সেই বেন কাটিং ক্রমেই ছাপিয়ে যাচ্ছেন মোস্তাফিজকে।

আগের ম্যাচেও সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজের। আজ প্লে-অফ নিশ্চিতের ম্যাচেও কাটিংয়ের কারণেই মুম্বাই একাদশে স্থান পাওয়ার সম্ভাবনা কম কাটার মাস্টারের।

তিনদিন আগে (৯ মে) কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানের বিশাল ব্যবধানে পরাজয় উপহার দিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে ব্যাট হাতে ডেথ ওভারে ৯ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা অলরাউন্ডার বেন কাটিং।  

কলকাতার লেগ স্পিনার পিযুষ চাওলার এক ওভারে দুই ছক্কা আর এক চার মারেন কাটিং। ওভারের শেষ বলে ক্রুনাল পান্ডিয়া আরও একটি ছক্কা মারলে এক ওভারে ২২ রান আসে মুম্বাইয়ের ঘরে।

সেদিন মুম্বাইয়ের আসল তারকা ১৯ বছর বয়সী ইশান কিশান (২১ বলে ৬২) হলেও কাটিংয়ের ভূমিকাও কম নয়। হার্দিক পান্ডিয়ার বলে কলকাতার ব্যাটসম্যান নিতিশ রানার দুর্দান্ত এক ক্যাচ ধরেন কাটিং। পরে বল হাতেও পিযুষ চাওলার উইকেট তুলে নেন। দুই ওভার বল করে ১২ রান খরচে ১ উইকেট তুলে নেওয়া বেন কাটিং আজকেও দলে মোটামুটি নিশ্চিত। ফলে আজও কাটার মাস্টারকে একাদশে দেখতে পাওয়া প্রায় অসম্ভব।

আগের ম্যাচে মুম্বাইয়ের প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনি ব্যাট হাতে এক বলেরও মুখোমুখি হতে পারেননি। ফলে আজকের ম্যাচে তাকে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেয়া হতে পারে। কিংবা তাকে বসিয়ে পোলার্ডকেও নামানো হতে পারে। কিংবা মোস্তাফিজকে? 

তবে মোস্তাফিজের জন্য আরেকজন প্রতিযোগীও আছেন। তিনি কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। কলকাতার বিপক্ষে বিশাল জয়ের ম্যাচে ৩ ওভার বল করে ২৪ রান খরচ করে ক্যারিবীয় স্পিন তারকা ও কলকাতার ওপেনার বনে যাওয়া সুনীল নারাইনের উইকেট তুলে নেন তিনি।

আরও একটি বিষয় টানা জয়ের মধ্যে থাকায় টিম কম্বিনেশন ভাঙতে চাইবে না মুম্বাই। সব মিলিয়ে আজকের ম্যাচেও একদশে ফেরা অনিশ্চিত মোস্তাফিজের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববারের (১৩ মে) ম্যাচে রাত সাড়ে আটটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা মুম্বাই আর নেট রানরেটের ব্যবধানে ষষ্ঠ স্থানে থাকা রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। আজকের ম্যাচে যে দল জয়ী হবে তাদেরই প্লে অফ নিশ্চিত। দুই দলেরই পয়েন্ট সমান (১১ ম্যাচে ১০)।  

প্লে অফ নিশ্চিতের ম্যাচের আগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রোহিত শর্মারাই। এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়ে ১০ টিতেই জয় পেয়েছে মুম্বাই। অন্যদিকে ৭ ম্যাচে জয়ী রাজস্থান।  

আজকের ম্যাচটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। জয়ী দলের যেমন প্লে অফ নিশ্চিত হবে, হেরে যাওয়া দলের তেমন বাজবে বিদায় ঘন্টা। তবে আইপিএলের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে শেষ দুই দল ছাড়া প্লে-অফের সুযোগ আছে বাকি সব দলেরই।

বাংলাদেশ সময়ঃ ১৯:০৫ ঘণ্টা, ১০ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।