ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির পর এবার জরিমানার খাঁড়ায় রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ১৪, ২০১৮
কোহলির পর এবার জরিমানার খাঁড়ায় রাহানে আজিঙ্কে রাহানে-ছবি: সংগৃহীত

গত মাসে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনেছিলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এবার একই কারণে সমান অর্থ জরিমানা করা হলো রাজস্থান রয়েলসের অধিনায়ক আজিঙ্কে রাহানেকেও।

রোববার (১২ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে প্লে অফের আশা জিইয়ে রেখেছে রাজস্থান। নিঃসন্দেহে এটি দলটির জন্য সুসংবাদ।

কারণ, ওই ম্যাচ হারলেই প্লে অফের আশা মিইয়ে যেতো তাদের। ৭ উইকেটে জেতা ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের জন্য অভিযুক্ত হয়েছেন রাহানে।

ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে রাহানেকে। একই রকম অর্থদণ্ডের মুখে পড়েছিলেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় খরচ করার কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয় কোহলিকে।

বাংলাদেশ সময়ঃ ১৫৩৮ ঘণ্টা, ১৪ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।