ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ান নির্বাচকের দায়িত্ব ছাড়ছেন মার্ক ওয়াহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
অস্ট্রেলিয়ান নির্বাচকের দায়িত্ব ছাড়ছেন মার্ক ওয়াহ অস্ট্রেলিয়ান নির্বাচকের দায়িত্ব ছাড়ছেন মার্ক ওয়াহ

চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে নির্বাচকের ভূমিকায় থাকা মার্ক ওয়াহ’র চুক্তি শেষ হচ্ছে। তবে এরপর ক্যাঙ্গারুদের হয়ে আপাতত আর কাজ করবেন না সাবেক এই ক্রিকেটার। টেলিভিশন ধারাভাষ্যে জড়িয়ে পড়ার কারণে নির্বাচকের কাজটি ছাড়তে হচ্ছে তাকে।

২০১৪ সাল থেকে অজি ক্রিকেট বোর্ডের নির্বাচকের ভূমিকা কাজ করে আসছেন ৫২ বছর বয়সী ওয়াহ। তবে সম্প্রতি তিনি ‘ফক্স স্পোর্টসের’ সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

যেই প্রতিষ্ঠানটি বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেটের সম্প্রচারের দায়িত্ব নিয়েছে। এছাড়া চলমান আইপিএলের সম্প্রচার প্রতিষ্ঠান ‘স্টার স্পোর্টসের’ সঙ্গেও কাজ করছেন ওয়াহ।

এদিকে অস্ট্রেলিয়ান দলে নির্বাচক হিসেবে জুলাই এবং আগস্টে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের সফরে অজিদের হয়ে শেষবার কাজ করবেন এক সময়ের দুর্দান্ত এই ব্যাটসম্যান। এ ব্যাপারটি নিশ্চিত করেছে ফক্স স্পোর্টস।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ১৪ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।