ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে টি-২০ দল ঘোষণা, ডাক পেলেন মোসাদ্দেক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মে ২০, ২০১৮
আফগানদের বিপক্ষে টি-২০ দল ঘোষণা, ডাক পেলেন মোসাদ্দেক ব্রিফিংয়ে দলের সদস্যদের নাম ঘোষণা করছেন নির্বাচকরা।ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যচ সিরিজের টি-টোয়েন্টিকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

স্কোয়াডে দীর্ঘদিন দূরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ডাক পেলেও বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।  

রোববার (২০ মে) এ দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াডের ১৫ সদস্য হলেন- সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক।
 
স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ২৯ মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিব আল হাসান ও তার দল।  

সিরিজের সূচি অনুযায়ী, ৩, ৫ ও ৭  জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটিতে টাইগাররা আফগানদের মোকাবেলা করবে।
                                                                                  
প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।      
   
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ২০, ২০১৮
এইচএল/এমকেএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।