ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল প্লে অফে কারা কবে মুখোমুখি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মে ২১, ২০১৮
আইপিএল প্লে অফে কারা কবে মুখোমুখি ছবি: সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের হারে চূড়ান্তভাবে রাজস্থান রয়েলসের প্লে অফ নিশ্চিত হয়ে যায়। প্লে অফের চারটি দল এখন যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলস।

এক নজরে দেখে নেওয়া যাক প্লে অফে কারা, কবে, কোথায় মুখোমুখি হচ্ছে।

আগামীকাল (মঙ্গলবার, ২২ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

যেখানে জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলের সুযোগ থাকছে।

বুধবার (২৩ মে) একই সময়ে ইডেন গার্ডেনে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলস। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে খেলবে শুক্রবার রাত ৮টায়, ইডেনেই। হেরে যাওয়া দল বিদায় নেবে।

অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।

দুই কোয়ালিফায়ারে জয়ীদের মধ্যে ফাইনাল হবে রোববার‍ (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২১ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।