ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ২১, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ ছবি: সংগৃহীত

সফরকারী বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রি‌কেট বোর্ড।

সূচি অনুযায়ী ৪ থেকে ১২ জুলাই অ্যান্টিগুয়ায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় টেস্ট গড়াবে ১২ থেকে ১৬ জুলাই জ্যামাইকার স্যাবাইনা পর্কে।

টেস্ট শেষে ২২ জুলাই গায়নায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ জুলাই দ্বিতীয় আর ২৮ জুলাই সেইন্ট কিটসে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।

এরপর ৩১ জুলাই ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ও সফরকারী দুই দল মোকাবেলা করবে একে অপরের।

দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে। ৫ আগস্ট একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২১ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।